/71 39 Penal Code [53-75] - Advanced Exam এখানে দণ্ডবিধির ৫৩-৭৫ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 71 1. পেনাল কোডে কত প্রকারের শাস্তি আছে? [বার : ২০১৫] চার পাঁচ ছয় সাত সঠিক উত্তর : পাঁচ ; [ধারা : ৫৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : পাঁচ ; [ধারা : ৫৩, দণ্ডবিধি] 2 / 71 2. নিম্নবর্ণিত কোন বক্তব্যটি সঠিক? [বার : ২০১৫] যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড সশ্রম হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই বিনাশ্রম সঠিক উত্তর : যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম ; [ধারা : ৫৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম ; [ধারা : ৫৩, দণ্ডবিধি] 3 / 71 3. দণ্ডবিধির ৬৭ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? অর্থদণ্ড অনাদায়ে কারাদন্ডের বর্ণনা যেক্ষেত্রে কারাদণ্ড ও অর্থদণ্ড বিধেয় সেইক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাদন্ডের সীমা কেবল অর্থদন্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড রাষ্ট্রপতির বিশেষাধিকার সংরক্ষণ সঠিক উত্তর : কেবল অর্থদন্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড ; [ধারা : ৬৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : কেবল অর্থদন্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড ; [ধারা : ৬৭, দণ্ডবিধি] 4 / 71 4. Enhanced sentence এর ধারণা দণ্ডবিধির কোন ধারায় প্রকাশিত হয়েছে? ৬৫ ধারা ৭০ ধারা ৭৫ ধারা ৮৫ ধারা সঠিক উত্তর : ৭৫ ধারা ; [ধারা : ৭৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৭৫ ধারা ; [ধারা : ৭৫, দণ্ডবিধি] 5 / 71 5. মি. করিম সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে ৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে এবং ১০,০০০ টাকার অর্থদণ্ডে দণ্ডনীয় হয়ে থাকলে এবং তার অর্থদণ্ড অনাদায়ে আদালত নিচের সর্বোচ্চ কোন দণ্ডটি প্রদান করতে পারবেন? অর্থদণ্ডটি অনাদায়ে আরো সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড অর্থদণ্ডটি অনাদায়ে আরো সর্বোচ্চ আড়াই বছরের কারাদণ্ড অর্থদণ্ডটি অনাদায়ে আরো সর্বোচ্চ ২ বছরের মাসের কারাদণ্ড অর্থদণ্ডটি অনাদায়ে আরো সর্বোচ্চ ১ বছরের মাসের কারাদণ্ড সঠিক উত্তর :অর্থদণ্ডটি অনাদায়ে আরো সর্বোচ্চ আড়াই বছরের কারাদণ্ড ; [ধারা : ৬৫, দণ্ডবিধি] সঠিক উত্তর :অর্থদণ্ডটি অনাদায়ে আরো সর্বোচ্চ আড়াই বছরের কারাদণ্ড ; [ধারা : ৬৫, দণ্ডবিধি] 6 / 71 6. করিম ২০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৪ মাসের কারাভোগকালে এক মাসের মাথায় অর্থদণ্ডটি পরিশোধ করতে চাইলে তাকে কত টাকা পরিশোধ সাপেক্ষে করিমকে মুক্তি দেয়া যাবে? ৫০ টাকা ১০০ টাকা ১৫০ টাকা ২০০ টাকা সঠিক উত্তর : ১৫০ টাকা ; [ধারা : ৬৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১৫০ টাকা ; [ধারা : ৬৯, দণ্ডবিধি] 7 / 71 7. দণ্ডবিধির ৫৩ ধারা অনুসারে কারাবাস কয়প্রকারের? ২ প্রকারের ৩ প্রকারের ৪ প্রকারের ৫ প্রকারের সঠিক উত্তর : ২ প্রকারের ; [ধারা : ৫৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : ২ প্রকারের ; [ধারা : ৫৩, দণ্ডবিধি] 8 / 71 8. কারাবাসের মেয়াদ ১ বছরের অধিক হলে নির্জন কারাবাসের মেয়াদ হবে সর্বোচ্চ- ১ মাস ২ মাস ৩ মাস ৬ মাস সঠিক উত্তর : ৩ মাস ; [ধারা : ৭৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩ মাস ; [ধারা : ৭৩, দণ্ডবিধি] 9 / 71 9. চুরির অপরাধে ৩ বছরের জন্য দণ্ডিত আসামি পরবর্তীতে দ্বিতীয়বার উক্ত একই অপরাধ করলে দ্বিতীয়বারের অপরাধের জন্য সর্বোচ্চ কোন দণ্ডে দণ্ডিত হতে পারে? যাবজ্জীবন কারাদণ্ড ১০ বছর কারাদণ্ড ৭ বছর কারাদণ্ড উক্ত অপরাধটির সর্বোচ্চ সাজার দ্বিগুণ সাজা সঠিক উত্তর : যাবজ্জীবন কারাদণ্ড ; [ধারা : ৭৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : যাবজ্জীবন কারাদণ্ড ; [ধারা : ৭৫, দণ্ডবিধি] 10 / 71 10. দণ্ডবিধির ৫৫ক ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? রাষ্ট্রপতির বিশেষাধিকার সংরক্ষণ মৃত্যুদণ্ড হ্রাসকরণ যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসকরণ দন্ডের মেয়াদের ভগ্নাংশ সঠিক উত্তর : রাষ্ট্রপতির বিশেষাধিকার সংরক্ষণ; [ধারা : ৫৫ক, দণ্ডবিধি] সঠিক উত্তর : রাষ্ট্রপতির বিশেষাধিকার সংরক্ষণ; [ধারা : ৫৫ক, দণ্ডবিধি] 11 / 71 11. শাস্তির মেয়াদের ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডকে যে মেয়াদের সশ্রম কারাদণ্ড হিসেবে গণনা করা হয় তা হলো- [বার : ২০১৫] ১৪ বছর ২০ বছর ২৫ বছর ৩০ বছর সঠিক উত্তর :৩০ বছর ; [ধারা : ৫৭, দণ্ডবিধি] সঠিক উত্তর :৩০ বছর ; [ধারা : ৫৭, দণ্ডবিধি] 12 / 71 12. দণ্ডবিধির ৫৫ ধারা অনুসারে যাবজ্জীবন কারাদণ্ডকে অনুর্ধ্ব ২০ বছর মেয়াদী কারাদণ্ডে পরিণত করার ক্ষমতা- সরকারের রাষ্ট্রপতির প্রধান বিচারপতির ক ও খ সঠিক উত্তর : সরকারের; [ধারা : ৫৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : সরকারের; [ধারা : ৫৫, দণ্ডবিধি] 13 / 71 13. ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০০০ টাকা অর্থদণ্ডে, তথা উভয় দণ্ডে দণ্ডনীয় একজন আসামি যদি তার অর্থদণ্ড পরিশোধ করতে না পারে তবে নিচের কোন বাক্যটি সঠিক? অনাদায়ী অর্থদণ্ডটি মওকুফ হবে কারাভোগের কারণে আসামিকে আরো কারাদণ্ড দেবে আদালত এবং তা সশ্রম হবে আসামিকে আরো কারাদণ্ড দেবে আদালত এবং তা বিনাশ্রম হবে অর্থদণ্ড অনাদায়ে আসামিকে ৭ দিনের নির্জন কারাবাস ভোগ করতে হবে সঠিক উত্তর : আসামিকে আরো কারাদণ্ড দেবে আদালত এবং তা সশ্রম হবে ; [ধারা : ৬৬, দণ্ডবিধি] সঠিক উত্তর : আসামিকে আরো কারাদণ্ড দেবে আদালত এবং তা সশ্রম হবে ; [ধারা : ৬৬, দণ্ডবিধি] 14 / 71 14. আদালত অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দিলে, তা ১/৪ অংশের বেশি হবে না — [বার : ২০১৫] অপরাধের সবোর্চ্চ শাস্তির অপরাধের সর্বনিম্ন শাস্তির আদালতের প্রদত্ত শাস্তির আদালত কর্তৃক কার্যকর শাস্তির সঠিক উত্তর : অপরাধের সবোর্চ্চ শাস্তির ; [ধারা : ৬৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : অপরাধের সবোর্চ্চ শাস্তির ; [ধারা : ৬৫, দণ্ডবিধি] 15 / 71 15. সরকার মৃত্যুদণ্ড হ্রাস করে যেকোনো দণ্ডে রূপান্তর করতে পারে দণ্ডবিধির কত ধারা অনুযায়ী? [বার : ২০১৭] ৫৪ ধারা ৫২ ধারা ৫৩ ধারা ৫৫ ধারা সঠিক উত্তর : ৫৪ ধারা ; [ধারা : ৫৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৫৪ ধারা ; [ধারা : ৫৪, দণ্ডবিধি] 16 / 71 16. নির্জন কারাবাসের সীমা এককালীন কত সময়ের বেশি হতে পারে না? ৭ দিনের বেশি ১০ দিনের বেশি ১৪ দিনের বেশি ২০ দিনের বেশি সঠিক উত্তর : ১৪ দিনের বেশি ; [ধারা : ৭৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১৪ দিনের বেশি ; [ধারা : ৭৪, দণ্ডবিধি] 17 / 71 17. কারাবাসের মেয়াদ ৬ মাসের অধিক না হলে নির্জন কারাবাস হতে পারে সর্বোচ্চ- ১ মাস ২ মাস ৩ মাস ৬ মাস সঠিক উত্তর : ১ মাস ; [ধারা : ৭৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১ মাস ; [ধারা : ৭৩, দণ্ডবিধি] 18 / 71 18. পেনাল কোডে বর্ণিত ‘যাবজ্জীবন দ্বীপান্তর’—এর শাস্তি স্থলাভিষিক্ত করা হয় যে প্রকারের কারাদণ্ড দিয়ে তা হলো - [বার : ২০১৫] ১৪ বছর ২০ বছর ৩০ বছর যাবজ্জীবন সঠিক উত্তর : যাবজ্জীবন ; [ধারা : ৫৩ক, দণ্ডবিধি] সঠিক উত্তর : যাবজ্জীবন ; [ধারা : ৫৩ক, দণ্ডবিধি] 19 / 71 19. অর্থদণ্ড কত বছরের মধ্যে যেকোনো সময় আদায় করা যায়— [বার : ২০১৫] ৬ বছর ৩ বছর ২ বছর ১ বছর সঠিক উত্তর : ৬ বছর ; [ধারা : ৭০, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৬ বছর ; [ধারা : ৭০, দণ্ডবিধি] 20 / 71 20. দণ্ডবিধির কত ধারায় রাষ্ট্রপতির ক্ষমতা প্রদর্শনের বিশেষাধিকার সংরক্ষণ করা হয়েছে? [বার : ২০১৭] ৫৪ ধারায় ৫৫ ধারায় ৫৫ক ধারায় ৫৬ ধারায় সঠিক উত্তর : ৫৫ক ধারায় ; [ধারা : ৫৫ক, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৫৫ক ধারায় ; [ধারা : ৫৫ক, দণ্ডবিধি] 21 / 71 21. দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু হলেও কোন ধরনের দণ্ডের কোনো অবসান হয় না? নির্জন কারাবাস সশ্রম কারাদণ্ড বিনাশ্রম কারাদণ্ড অর্থদণ্ড সঠিক উত্তর : অর্থদণ্ড ; [ধারা : ৭০, দণ্ডবিধি] সঠিক উত্তর : অর্থদণ্ড ; [ধারা : ৭০, দণ্ডবিধি] 22 / 71 22. যেক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুুমাত্র অর্থদণ্ড, সেক্ষেত্রে ১০০ টাকার অধিক অর্থদণ্ড প্রদানে ব্যর্থ হলে সর্বোচ্চ কত মেয়াদের জন্য কারাদণ্ড দেয়া যাবে? ৬ মাস সশ্রম কারাদণ্ড ৪ মাস সশ্রম কারাদণ্ড ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ২ মাস বিনাশ্রম কারাদণ্ড সঠিক উত্তর : ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ; [ধারা : ৬৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ; [ধারা : ৬৭, দণ্ডবিধি] 23 / 71 23. অর্থদণ্ড অনাদায়ে আদালত কর্তৃক কারাদণ্ডের নির্দেশ প্রদানের ক্ষমতা নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? যখন কোনো শাস্তির বিধান কারাদণ্ড ও অর্থদণ্ড যখন কোনো শাস্তির বিধান কারাদণ্ড অথবা অর্থদণ্ড যখন কোনো শাস্তির বিধান শুধুই অর্থদণ্ড বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ৬৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ৬৪, দণ্ডবিধি] 24 / 71 24. একজন অপরাধী জেল ও জরিমানা উভয় দণ্ডে দণ্ডিত হলো। কিন্তু জরিমানা পরিশোধে সে যখন ব্যর্থ হয়, তখন আদালত অপরাধীকে ঐ অপরাধের সর্বোচ্চ শাস্তির মেয়াদের কত অংশ কারাদণ্ডে দণ্ডিত করতে পারে? ১/৩ অংশ ১/৪ অংশ ১/৫ অংশ ২/৩ অংশ সঠিক উত্তর : ১/৪ অংশ ; [ধারা : ৬৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১/৪ অংশ ; [ধারা : ৬৫, দণ্ডবিধি] 25 / 71 25. নির্দিষ্ট ঠিক কোন অপরাধে আসামিকে দণ্ড প্রদান করতে হবে সে সম্পর্কে সন্দেহ তৈরি হবার ক্ষেত্রে নিচের কোন বাক্যটি সত্য? অপরাধগুলোর সর্বোচ্চ শাস্তি বর্ণিত আছে এমন অপরাধের শাস্তি প্রদান করতে হবে অপরাধগুলোর সর্বনিম্ন শাস্তি বর্ণিত আছে এমন অপরাধের শাস্তি প্রদান করতে হবে অপরাধগুলোর একত্রিত সাজা একের পর এক চলতে থাকবে বর্ণিত প্রত্যেকটিই সত্য সঠিক উত্তর : অপরাধগুলোর সর্বনিম্ন শাস্তি বর্ণিত আছে এমন অপরাধের শাস্তি প্রদান করতে হবে ; [ধারা : ৭২, দণ্ডবিধি] সঠিক উত্তর : অপরাধগুলোর সর্বনিম্ন শাস্তি বর্ণিত আছে এমন অপরাধের শাস্তি প্রদান করতে হবে ; [ধারা : ৭২, দণ্ডবিধি] 26 / 71 26. পেনাল কোডের অধীনে কোনটি অনুমোদিত সাজা নয়? [বার : ২০১৩] কারাদণ্ড সম্পত্তি বাজেয়াপ্তকরণ বেত্রাঘাত জরিমানা সঠিক উত্তর : বেত্রাঘাত ; [ধারা : ৫৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : বেত্রাঘাত ; [ধারা : ৫৩, দণ্ডবিধি] 27 / 71 27. নিচের কোন ক্ষেত্রটিতে নির্জন কারাবাস সর্বোচ্চ ৩ মাস মেয়াদের হতে পারে? মূল কারাদণ্ডের মেয়াদ ৬ মাসের অধিক হলে মূল কারাদণ্ডের মেয়াদ ১ বছরের হলে মূল কারাদণ্ডের সাথে এর কোনো সম্পর্ক নেই মূল কারাদণ্ডের মেয়াদ ২ বছর হলে সঠিক উত্তর : মূল কারাদণ্ডের মেয়াদ ২ বছর হলে ; [ধারা : ৭৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : মূল কারাদণ্ডের মেয়াদ ২ বছর হলে ; [ধারা : ৭৩, দণ্ডবিধি] 28 / 71 28. যেক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুুই অর্থদণ্ড, সেক্ষেত্রে ১০০ টাকার অধিক অর্থদণ্ড প্রদানে ব্যর্থ হলে সর্বোচ্চ কত মেয়াদের জন্য বিনাশ্রম কারাদণ্ড দেয়া যাবে? [জুডি.: ২০১২] ২ মাস ৩ মাস ৪ মাস ৬ মাস সঠিক উত্তর : ৬ মাস ; [ধারা : ৬৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৬ মাস ; [ধারা : ৬৭, দণ্ডবিধি] 29 / 71 29. নির্জন কারাবাসের সীমা একটানা ১৪ দিন চলার আরো কতদিনের অন্যূন সময় দিয়ে পরবর্তী নিজর্ন কারাবাস কার্যকর করতে হয়? ৭ দিন ১০ দিন ১৪ দিন ২০ দিন সঠিক উত্তর : ১৪ দিন ; [ধারা : ৭৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১৪ দিন ; [ধারা : ৭৪, দণ্ডবিধি] 30 / 71 30. যাবজ্জীবন কারাদণ্ডাদেশের ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তির সম্মতি ব্যতিরেকেই উক্ত দণ্ডকে সরকার অনধিক কত বছরে হ্রাস করতে পারে? [জুডি. : ২০১৪] ১৫ বছর ২০ বছর ৩০ বছর ৩৫ বছর সঠিক উত্তর : ২০ বছর ; [ধারা : ৫৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : ২০ বছর ; [ধারা : ৫৫, দণ্ডবিধি] 31 / 71 31. দণ্ডবিধির ৬৪ ধারার বক্তব্য হিসেবে নিচের কোনটি সঠিক? শুধুই অর্থদণ্ডের বিধানের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের বিধান যেকোনো প্রকারের অর্থদণ্ড অনাদায়ী হলে কারাদণ্ড প্রদানের মৌল নীতিমূলক বিধান অর্থদণ্ডের পরিমাণ অনুল্লেখিত থাকলে মৌল নীতিমূলক বিধান বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : যেকোনো প্রকারের অর্থদণ্ড অনাদায়ী হলে কারাদণ্ড প্রদানের মৌল নীতিমূলক বিধান ; [ধারা : ৬৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : যেকোনো প্রকারের অর্থদণ্ড অনাদায়ী হলে কারাদণ্ড প্রদানের মৌল নীতিমূলক বিধান ; [ধারা : ৬৪, দণ্ডবিধি] 32 / 71 32. দণ্ডবিধির ৭০ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক নয়? আদায়যোগ্য অর্থদণ্ড আসামির মৃত্যুর ফলে দায়িত্ব মুক্ত হবে বিশেষ কিছু ক্ষেত্রে আদায়যোগ্য অর্থদণ্ড আসামির মৃত্যুর ফলে দায়িত্ব মুক্ত হবে না অর্থদণ্ডের আদেশ হবার পরবর্তী ৬ বছরের ভেতরে তা আদায় করতে হয় ৬ বছরের বেশি সাজা হলে কারাভোগের মেয়াদকালীন সময়ের মধ্যে অর্থদণ্ড পরিশোধযোগ্য সঠিক উত্তর : আদায়যোগ্য অর্থদণ্ড আসামির মৃত্যুর ফলে দায়িত্ব মুক্ত হবে বিশেষ কিছু ক্ষেত্রে ; [ধারা : ৭০, দণ্ডবিধি] সঠিক উত্তর : আদায়যোগ্য অর্থদণ্ড আসামির মৃত্যুর ফলে দায়িত্ব মুক্ত হবে বিশেষ কিছু ক্ষেত্রে ; [ধারা : ৭০, দণ্ডবিধি] 33 / 71 33. অর্থদণ্ড অনাদায়ের দরুণ প্রদত্ত কারাদণ্ড- মূল কারাদণ্ডের ভেতরেই তা গণ্য করতে হবে মূল কারাদণ্ডের অতিরিক্ত আকারে প্রযোজ্য হবে মূল কারাদণ্ডের সমাপ্তির পর ৬ মাসের সময় দিয়ে পরিশোধের সুযোগ দিতে হবে বর্ণিত যেকোনোটি করা যায় আদালতের ইচ্ছাধীন ক্ষমতাবলে সঠিক উত্তর : মূল কারাদণ্ডের অতিরিক্ত আকারে প্রযোজ্য হবে ; [ধারা : ৬৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : মূল কারাদণ্ডের অতিরিক্ত আকারে প্রযোজ্য হবে ; [ধারা : ৬৪, দণ্ডবিধি] 34 / 71 34. কোনো আসামি কারাদণ্ড ভোগকালে মারা গেলে তার উপর আরোপিত অর্থদণ্ডের বিষয়ে কী হবে? [বার : ২০২০] অপরাধীর মৃত্যুর কারণে অর্থদণ্ড মওকুফ হয়ে যাবে অর্থদণ্ডের অর্ধেক করা যাবে অপরাধীর উত্তরাধিকারীরা ব্যক্তিগতভাবে অর্থদণ্ডের জন্য দায়ী থাকবেন অপরাধীর সম্পত্তি থেকে অর্থদণ্ড আদায় করা যাবে সঠিক উত্তর : অপরাধীর সম্পত্তি থেকে অর্থদণ্ড আদায় করা যাবে ; [ধারা : ৭০, দণ্ডবিধি] সঠিক উত্তর : অপরাধীর সম্পত্তি থেকে অর্থদণ্ড আদায় করা যাবে ; [ধারা : ৭০, দণ্ডবিধি] 35 / 71 35. ২৯. অর্থদণ্ড অনাদায়ে আদালত কর্তৃক কারাদণ্ডের নির্দেশ প্রদানের ক্ষমতা দণ্ডবিধির কোথায় বিধৃত আছে? ৫৩ ধারা ৯৬ ধারা ৬৪ ধারা ১৯৬ ধারা সঠিক উত্তর : ৬৪ ধারা ; [ধারা : ৬৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৬৪ ধারা ; [ধারা : ৬৪, দণ্ডবিধি] 36 / 71 36. দণ্ডবিধির ৫৪ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? মৃত্যুদণ্ড হ্রাসকরণ যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসকরণ রাষ্ট্রপতির বিশেষ অধিকার সংরক্ষণ সরল বিশ্বাস সঠিক উত্তর : মৃত্যুদণ্ড হ্রাসকরণ ; [ধারা : ৫৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : মৃত্যুদণ্ড হ্রাসকরণ ; [ধারা : ৫৪, দণ্ডবিধি] 37 / 71 37. নির্জন কারাবাস সর্বোচ্চ কতদিনের হতে পারে? সর্বোচ্চ ১ মাসের সর্বোচ্চ ২ মাসের সর্বোচ্চ ৩ মাসের সর্বোচ্চ ৬ মাসের সঠিক উত্তর : সর্বোচ্চ ৩ মাসের ; [ধারা : ৭৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : সর্বোচ্চ ৩ মাসের ; [ধারা : ৭৩, দণ্ডবিধি] 38 / 71 38. দণ্ডবিধিতে কোথাও ‘যাবজ্জীবন দ্বীপান্তর’ উল্লেখ থাকলে নিচের কোনটি হিসেবে তা প্রতিস্থাপিত হবে? রদ বলে গণ্য হবে যাবজ্জীবন কারাবাস ১৪ বছরের সশ্রম কারাবাস ১০ বছরের সশ্রম কারাবাস সঠিক উত্তর :যাবজ্জীবন কারাবাস; [ধারা : ৫৩ক, দণ্ডবিধি] সঠিক উত্তর :যাবজ্জীবন কারাবাস; [ধারা : ৫৩ক, দণ্ডবিধি] 39 / 71 39. দণ্ডবিধির ৫৪ ধারার বিধান অনুসারে মৃত্যুদণ্ড হ্রাস করার ক্ষমতাÑ প্রধান বিচারপতির রাষ্ট্রপতির আপিল বিভাগের সরকারের সঠিক উত্তর :সরকারের ; [ধারা : ৫৪, দণ্ডবিধি] সঠিক উত্তর :সরকারের ; [ধারা : ৫৪, দণ্ডবিধি] 40 / 71 40. যাবজ্জীবন কারাদণ্ড ভোগের ক্ষেত্রে সাজার প্রকৃতি কিরূপ হবে? [জুডি. : ২০১৪] সশ্রম বিনাশ্রম সাধারণ শ্রম সবকটি সঠিক উত্তর : সশ্রম ; [ধারা : ৫৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : সশ্রম ; [ধারা : ৫৩, দণ্ডবিধি] 41 / 71 41. কিন্তু ‘ক’,‘খ’ কে আঘাত করার সময় যদি ‘ঘ’ বাধাদান করে এবং ইচ্ছাকৃতভাবে ‘ঘ’—কেও আঘাত করে। এরূপ অবস্থায় ক এর দণ্ডের ক্ষেত্রে নিচের কোনটি সত্য? ক এর বিরুদ্ধে একটি আঘাতের দণ্ডই যথেষ্ট ক এর বিরুদ্ধে খ ও ঘ কে আঘাত তথা উভয়কেই আঘাতের দণ্ডে দণ্ডিত হতে হবে দুইটি আঘাতের ঘটনায় একটিই সাজা প্রযোজ্য হবে বর্ণিত সবগুলোই বিকল্পভাবে সত্য সঠিক উত্তর : ক এর বিরুদ্ধে খ ও ঘ কে আঘাত তথা উভয়কেই আঘাতের দণ্ডে দণ্ডিত হতে হবে ; [ধারা : ৭১, দণ্ডবিধি] সঠিক উত্তর : ক এর বিরুদ্ধে খ ও ঘ কে আঘাত তথা উভয়কেই আঘাতের দণ্ডে দণ্ডিত হতে হবে ; [ধারা : ৭১, দণ্ডবিধি] 42 / 71 42. মি. করিম সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড এবং ১০,০০০ টাকার অর্থদণ্ডে দণ্ডনীয় হয়ে থাকলে এবং তার অর্থদণ্ড অনাদায়ে আদালত তাকে নিচের কোন দণ্ডটি প্রদান করতে পারবেন? অর্থদণ্ডটি অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ড অর্থদণ্ডটি অনাদায়ে আরো ৪ মাসের কারাদণ্ড অর্থদণ্ডটি অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড বর্ণিত যেকোনো কারাদণ্ডই প্রদান করতে পারবেন সঠিক উত্তর : বর্ণিত যেকোনো কারাদণ্ডই প্রদান করতে পারবেন ; [ধারা : ৬৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : বর্ণিত যেকোনো কারাদণ্ডই প্রদান করতে পারবেন ; [ধারা : ৬৫, দণ্ডবিধি] 43 / 71 43. দণ্ডের মেয়াদসমূহের ভগ্নাংশসমূহ হিসাব করার সময় যাবজ্জীবন কারাবাসকে কত বছর মেয়াদী কারাবাস হিসেবে গণ্য করতে হবে? ২০ বছর ১৫ বছর ২৫ বছর ৩০ বছর সঠিক উত্তর : ৩০ বছর ; [ধারা : ৫৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩০ বছর ; [ধারা : ৫৭, দণ্ডবিধি] 44 / 71 44. ১০ বছর কারাদণ্ডে দণ্ডনীয় ব্যক্তির অর্থদণ্ডটি অপরিশোধিত রেখে আসামিটি ৯ বছরের মাথায় কারাগারেই মারা গেলে অর্থদণ্ডের পরিণতি হিসেবে কোন কথাটি সত্য? ৬ বছরের মধ্যে তা আদায় না হওয়ায় তার তামাদির মেয়াদ শেষ হয়ে গেছে তার মৃত্যু হলেও তার সম্পত্তি থেকে তা আদায় করা যাবে অর্থদণ্ডটি আদালত তার সুবিবেচনায় মওকুফ ঘোষণা করবেন মৃত্যুর ৬ বছরের মধ্যে তা আদায় করবে আদালত সঠিক উত্তর : তার মৃত্যু হলেও তার সম্পত্তি থেকে তা আদায় করা যাবে ; [ধারা : ৭০, দণ্ডবিধি] সঠিক উত্তর : তার মৃত্যু হলেও তার সম্পত্তি থেকে তা আদায় করা যাবে ; [ধারা : ৭০, দণ্ডবিধি] 45 / 71 45. দণ্ডবিধির ৬৬ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? Sentence of imprisonment for non-payment of fine Description of imprisonment for non-payment of fine Limit to imprisonment for non-payment of fine, when imprisonment and fine awardable Imprisonment to terminate on payment of fine সঠিক উত্তর : Description of imprisonment for non-payment of fine ; [ধারা : ৬৬ , দণ্ডবিধি] সঠিক উত্তর : Description of imprisonment for non-payment of fine ; [ধারা : ৬৬ , দণ্ডবিধি] 46 / 71 46. যে অপরাধের একমাত্র শাস্তি জরিমানা, সেক্ষেত্রে জরিমানা অনাদায়ে কারাদণ্ড হবেÑ [বার : ২০১৫] বিনাশ্রম সশ্রম নির্জন কোনোটিই নয় সঠিক উত্তর : বিনাশ্রম ; [ধারা : ৬৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : বিনাশ্রম ; [ধারা : ৬৭, দণ্ডবিধি] 47 / 71 47. দণ্ডবিধির ৫৩ক ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? কারাবাস উল্লেখের ব্যাখ্যা দণ্ডসমূহ যাবজ্জীবন কারাবাস দণ্ড হ্রাসকরণ রাষ্ট্রপতির বিশেষাধিকার সংরক্ষণ সঠিক উত্তর : কারাবাস উল্লেখের ব্যাখ্যা ; [ধারা : ৫৩ক, দণ্ডবিধি] সঠিক উত্তর : কারাবাস উল্লেখের ব্যাখ্যা ; [ধারা : ৫৩ক, দণ্ডবিধি] 48 / 71 48. Solitary confinement দণ্ডবিধির কোন ধারার শিরোনাম বা বিষয়বস্তু? ৭১ ধারা ৫৩ ধারা ৭৩ ধারা ৬৩ ধারা সঠিক উত্তর : ৭৩ ধারা ; [ধারা : ৭৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৭৩ ধারা ; [ধারা : ৭৩, দণ্ডবিধি] 49 / 71 49. দণ্ডবিধির ৭৪ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? নির্জন কারাবাস নির্জন কারাবাসের সীমা অর্থদণ্ড আদায় করলে কারাদন্ডের সমাপ্তি হবে অর্থদণ্ড অনাদায়ে কারাদন্ডের বর্ণনা সঠিক উত্তর : নির্জন কারাবাসের সীমা ; [ধারা : ৭৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : নির্জন কারাবাসের সীমা ; [ধারা : ৭৪, দণ্ডবিধি] 50 / 71 50. দণ্ডবিধির ৬৩ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? অর্থদণ্ডের পরিমাণ অর্থদণ্ড অনাদায়ের দরুণ কারাদণ্ড দান মৃত্যুদণ্ড হ্রাসকরণ রাষ্ট্রপতির বিশেষাধিকার সংরক্ষণ সঠিক উত্তর : অর্থদণ্ডের পরিমাণ ; [ধারা : ৬৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : অর্থদণ্ডের পরিমাণ ; [ধারা : ৬৩, দণ্ডবিধি] 51 / 71 51. যে ক্ষেত্রে পেনাল কোড অনুসারে অর্থদণ্ডের বিধান থাকে, কিন্ত কত টাকা অর্থদণ্ড দেওয়া যাবে সে বিষয়ে কোনো উল্লেখ থাকে না, সেক্ষেত্রে সর্বোচ্চ অর্থদণ্ডের পরিমাণ কত? [জুডি. : ২০১২] ১০০০ টাকা ২০০০ টাকা ৫০০ টাকা নির্দিষ্ট সীমা নেই সঠিক উত্তর : নির্দিষ্ট সীমা নেই ; [ধারা : ৬৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : নির্দিষ্ট সীমা নেই ; [ধারা : ৬৩, দণ্ডবিধি] 52 / 71 52. দণ্ডাদেশ প্রদানের পরবর্তী কত বছরের মধ্যে অর্থদণ্ড আদায়যোগ্য? [বার : ২০১৭] ৬ বছরের মধ্যে ১২ বছরের মধ্যে ৩ বছরের মধ্যে ৬ মাসের মধ্যে সঠিক উত্তর : ৬ বছরের মধ্যে ; [ধারা : ৭০, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৬ বছরের মধ্যে ; [ধারা : ৭০, দণ্ডবিধি] 53 / 71 53. দণ্ডবিধি অনুসারে `In calculating fractions of terms of punishment, imprisonment for life shall be reckoned as equivalent to ....... ......’ শুণ্যস্থানে কী বসবে? simple imprisonment for twenty years rigorous imprisonment for not exceeding twenty years simple imprisonment for not exceeding thirty years rigorous imprisonment for thirty years সঠিক উত্তর : rigorous imprisonment for thirty years ; [ধারা : ৫৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : rigorous imprisonment for thirty years ; [ধারা : ৫৭, দণ্ডবিধি] 54 / 71 54. অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের বর্ণনা কিরূপ হবে? সশ্রম বিনাশ্রম সশ্রম ও বিনাশ্রমের সংমিশ্রন মূল কারাদণ্ড যেরূপ সেরূপ বর্ণনার সঠিক উত্তর : মূল কারাদণ্ড যেরূপ সেরূপ বর্ণনার ; [ধারা : ৬৬ , দণ্ডবিধি] সঠিক উত্তর : মূল কারাদণ্ড যেরূপ সেরূপ বর্ণনার ; [ধারা : ৬৬ , দণ্ডবিধি] 55 / 71 55. দণ্ডবিধির ৫৩ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? কারাবাস উল্লেখের ব্যাখ্যা মৃত্যুদণ্ড হ্রাসকরণ দণ্ডসমূহ সরল বিশ্বাস সঠিক উত্তর :দণ্ডসমূহ ; [ধারা : ৫৩, দণ্ডবিধি] সঠিক উত্তর :দণ্ডসমূহ ; [ধারা : ৫৩, দণ্ডবিধি] 56 / 71 56. দণ্ডবিধি ব্যতীত অন্য কোনো আইনে যদি শাস্তি হিসেবে ‘দ্বীপান্তর’ উল্লেখ থাকে তবে তা নিচের কোনটি হিসেবে গণ্য করতে হবে? ৭ বছরের সশ্রম কারাদণ্ড ৭ বছরের বিনাশ্রম কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড রদ বলে গণ্য হবে সঠিক উত্তর : রদ বলে গণ্য হবে ; [ধারা : ৫৩ক, দণ্ডবিধি] সঠিক উত্তর : রদ বলে গণ্য হবে ; [ধারা : ৫৩ক, দণ্ডবিধি] 57 / 71 57. Enhanced sentence এর ধারণা হিসেবে নিচের কোনটি সঠিক? কোনো অপরাধের আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তিটি প্রদান করা একাধিক অপরাধের শাস্তিগুলোকে একের পর এক যোগ করে মোট শাস্তিটি নির্ধারণ করা কোনো অপরাধে বর্ণিত কারাদণ্ডের সাথে অর্থদণ্ড যোগ করে শাস্তিটি প্রদান করা কোনো অপরাধ একাধিকবার অনুষ্ঠিত করলে শাস্তির পরিমাণ বৃদ্ধি করা সঠিক উত্তর : কোনো অপরাধ একাধিকবার অনুষ্ঠিত করলে শাস্তির পরিমাণ বৃদ্ধি করা ; [ধারা : ৭৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : কোনো অপরাধ একাধিকবার অনুষ্ঠিত করলে শাস্তির পরিমাণ বৃদ্ধি করা ; [ধারা : ৭৫, দণ্ডবিধি] 58 / 71 58. `Limit of punishment of offence made up of several offences’- এটি দণ্ডবিধির কত ধারার শিরোনাম? ৭১ ধারা ৫৩ ধারা ৭৩ ধারা ৬৩ ধারা সঠিক উত্তর : ৭১ ধারা ; [ধারা : ৭১, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৭১ ধারা ; [ধারা : ৭১, দণ্ডবিধি] 59 / 71 59. যাবজ্জীবন কারাদণ্ড বলতে নিম্নের কোনটিকে নির্দেশ করে? [জুডি. : ২০১৩] ১৪ বছর সশ্রম কারাদণ্ড দণ্ডিত ব্যক্তির অবশিষ্ট জীবনব্যাপী কারাদণ্ড ২০ বছরের সশ্রম কারাদণ্ড ৩০ বছরের সশ্রম কারাদণ্ড সঠিক উত্তর : ৩০ বছরের সশ্রম কারাদণ্ড ; [তাত্ত্বিক ধারণা, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩০ বছরের সশ্রম কারাদণ্ড ; [তাত্ত্বিক ধারণা, দণ্ডবিধি] 60 / 71 60. যেক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুুই অর্থদণ্ড, সেক্ষেত্রে ৫০ টাকার কম অর্থদণ্ড প্রদানে ব্যর্থ হলে সর্বোচ্চ কত মেয়াদের জন্য কারাদণ্ড দেয়া যাবে? ২ মাস সশ্রম কারাদণ্ড ৪ মাস সশ্রম কারাদণ্ড ২ মাস বিনাশ্রম কারাদণ্ড ৪ মাস বিনাশ্রম কারাদণ্ড সঠিক উত্তর : ২ মাস বিনাশ্রম কারাদণ্ড ; [ধারা : ৬৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : ২ মাস বিনাশ্রম কারাদণ্ড ; [ধারা : ৬৭, দণ্ডবিধি] 61 / 71 61. যেকোনো বর্ণনায় কারাদণ্ড প্রদানযোগ্য কোনো দণ্ড সশ্রম নাকি বিনাশ্রম ইত্যাদি হবে তা নির্ধারণ করবেন দণ্ড প্রদানকারী আদালত Ñ এটি কোন আইনের কোন বিধানে বর্ণিত আছে? দণ্ডবিধির ৫৭ ধারা দণ্ডবিধির ৬০ ধারা ফৌজদারি কার্যবিধির ৩৩ ধারা ফৌজদারি কার্যবিধির ৩৩ক ধারা সঠিক উত্তর : দণ্ডবিধির ৬০ ধারা; [ধারা : ৬০, দণ্ডবিধি] সঠিক উত্তর : দণ্ডবিধির ৬০ ধারা; [ধারা : ৬০, দণ্ডবিধি] 62 / 71 62. `Imprisonment for non-payment of fine, when offence punishable with fine only’- এটি দণ্ডবিধির কত ধারার শিরোনাম? ৫৩ ধারা ৬৭ ধারা ৬৪ ধারা ১৯৬ ধারা সঠিক উত্তর : ৬৭ ধারা ; [ধারা : ৬৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৬৭ ধারা ; [ধারা : ৬৭, দণ্ডবিধি] 63 / 71 63. রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিশেষ অধিকার বহাল থাকার বা সংরক্ষণ করা হয়েছে দণ্ডবিধির কোন ধারায়? ৩ ধারা ১২৪ ধারা ৫৫ক ধারা ৬ ধারা সঠিক উত্তর : ৫৫ক ধারা ; [ধারা : ৫৫ক, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৫৫ক ধারা ; [ধারা : ৫৫ক, দণ্ডবিধি] 64 / 71 64. দণ্ডবিধির ৬৮ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? অর্থদণ্ড আদায় করলে কারাদণ্ডের সমাপ্তি হবে যেক্ষেত্রে কারাদণ্ড ও অর্থদণ্ড বিধেয় সেইক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের সীমা কেবল অর্থদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড রাষ্ট্রপতির বিশেষাধিকার সংরক্ষণ সঠিক উত্তর : অর্থদণ্ড আদায় করলে কারাদণ্ডের সমাপ্তি হবে ; [ধারা : ৬৮, দণ্ডবিধি] সঠিক উত্তর : অর্থদণ্ড আদায় করলে কারাদণ্ডের সমাপ্তি হবে ; [ধারা : ৬৮, দণ্ডবিধি] 65 / 71 65. সরকার যাবজ্জীবন কারাদণ্ডকে অনুর্ধ্ব ২০ বছর মেয়াদী কারাদণ্ডে পরিণত করতে পারে Ñ এটি কোন আইনের কোন ধারায় বলা আছে? দণ্ডবিধির ৫৪ ধারায় দণ্ডবিধির ৫৫ ধারায় ফৌজদারি কার্যবিধির ৪০৪ ধারা ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা সঠিক উত্তর : দণ্ডবিধির ৫৫ ধারায় ; [ধারা : ৫৫ , দণ্ডবিধি] সঠিক উত্তর : দণ্ডবিধির ৫৫ ধারায় ; [ধারা : ৫৫ , দণ্ডবিধি] 66 / 71 66. দণ্ডবিধি অনুসারে নিচের কোন শাস্তিটি বৈধ নয়? [বার : ২০১৭] নির্জন কারাবাস মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম সম্পত্তি বাজেয়াপ্তকরণ সঠিক উত্তর : যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম ; [ধারা : ৫৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম ; [ধারা : ৫৩, দণ্ডবিধি] 67 / 71 67. কারাবাসের মেয়াদ ৬ মাস থেকে ১ বছরের মধ্যে হলে নির্জন কারাবাস হতে পারে সর্বোচ্চ- ১ মাস ২ মাস ৩ মাস ৪ মাস সঠিক উত্তর : ২ মাস ; [ধারা : ৭৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : ২ মাস ; [ধারা : ৭৩, দণ্ডবিধি] 68 / 71 68. Extended sentence এর ধারণা দণ্ডবিধির কোন ধারার বিষয়বস্তু? ৬৫ ধারা ৭৫ ধারা ১১৯ ধারা ১৫১ ধারা সঠিক উত্তর : ৭৫ ধারা ; [ধারা : ৭৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৭৫ ধারা ; [ধারা : ৭৫, দণ্ডবিধি] 69 / 71 69. ‘দন্ডের মেয়াদসমূহের ভগ্নাংশ’- এটি দণ্ডবিধির কত ধারার শিরোনাম? ৫৫ ধারা ৫৫ক ধারা ৫৭ ধারা ৫৪ ধারা সঠিক উত্তর : ৫৭ ধারা ; [ধারা : ৫৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৫৭ ধারা ; [ধারা : ৫৭, দণ্ডবিধি] 70 / 71 70. ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০০ টাকা অর্থদণ্ডে, তথা উভয় দণ্ডে দণ্ডনীয় একজন আসামি যদি তার অর্থদণ্ড পরিশোধ করতে না পারে তবে নিচের কোন বাক্যটি সঠিক? অনাদায়ী অর্থদণ্ডটি মওকুফ হবে কারাভোগের কারণে আসামিকে আরো কারাদণ্ড দেবে আদালত এবং তা সশ্রম হবে আসামিকে আরো কারাদণ্ড দেবে আদালত এবং তা বিনাশ্রম হবে অর্থদণ্ড অনাদায়ে আসামিকে ৭ দিনের নির্জন কারাবাস ভোগ করতে হবে সঠিক উত্তর : আসামিকে আরো কারাদণ্ড দেবে আদালত এবং তা বিনাশ্রম হবে ; [ধারা : ৬৬, দণ্ডবিধি] সঠিক উত্তর : আসামিকে আরো কারাদণ্ড দেবে আদালত এবং তা বিনাশ্রম হবে ; [ধারা : ৬৬, দণ্ডবিধি] 71 / 71 71. ৭ বছরের যেকোনো বর্ণনার কারাদণ্ড এবং ৫০০০ টাকা অর্থদণ্ডে, তথা উভয় দণ্ডে দণ্ডনীয় একজন আসামি যদি তার অর্থদণ্ড পরিশোধ করতে না পারে তবে নিচের কোন বাক্যটি সঠিক? অনাদায়ী অর্থদণ্ডটি মওকুফ হবে কারাভোগের কারণে আসামিকে আরো কারাদণ্ড দেবে আদালত এবং তা সশ্রম হবে আসামিকে আরো কারাদণ্ড দেবে আদালত এবং তা বিনাশ্রম হবে খ ও গ উভয়টির যেকোনোটি প্রযোজ্য হতে পারে সঠিক উত্তর : খ ও গ উভয়টির যেকোনোটি প্রযোজ্য হতে পারে ; [ধারা : ৬৬, দণ্ডবিধি] সঠিক উত্তর : খ ও গ উভয়টির যেকোনোটি প্রযোজ্য হতে পারে ; [ধারা : ৬৬, দণ্ডবিধি] Your score is Facebook 0% Restart quiz