আইনকানুন একাডেমি

/15
90

Penal Code [34-38]-Advanced Exam

এখানে দণ্ডবিধির ৩৪-৩৮ ধারাসমূহ নিয়ে লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 15

1. X ও Y, Z কে পৃথক সময়ে ক্ষুদ্র মাত্রার বিষ প্রয়োগে খুন করার চুক্তি করে চুক্তি মোতাবেক বিষ প্রয়োগ করে। কিন্তু X এর প্রদত্ত বিষের মাত্রার কারণে ত মারা যায়। উক্ত মৃত্যুর জন্য কে/কারা দায়ী? [বার : ২০২২]

2 / 15

2. সাধারণ অভিপ্রায় থাকা সত্ত্বেও জড়িত ব্যক্তিগণ ভিন্ন ভিন্ন দোষে দোষী সাব্যস্ত হতে পারেন দণ্ডবিধির কত ধারার বিধান অনুসারে?

3 / 15

3. নিচের কোন ক্ষেত্রে যৌথ দায় হবে? [বার : ২০১৭]

4 / 15

4. Acts done by several persons in furtherance of common intention- দণ্ডবিধির কত ধারার শিরোনাম?

5 / 15

5. ‘ক’ ও ‘খ’ পৃথকভাবে এবং বিভিন্ন সময়ে ক্ষুদ্র ক্ষুদ্র মাত্রায় বিষ প্রয়োগ করে ‘গ’ কে খুন করার জন্য একমত হয়। ‘ক’ ও ‘খ’, ‘গ’ কে খুন করার লক্ষ্যে চুক্তি অনুযায়ী বিষ প্রয়োগ করে। ‘গ’ এর প্রতি অনুরূপভাবে প্রযুক্ত কতিপয় মাত্রায় বিষ প্রয়োগের কারণে তার মৃত্যু হয়। এখানে ক ও খ কী কারণে একই অপরাধে দোষী সাব্যস্ত হবে?

6 / 15

6. ‘চ’ সহ পাঁচ ব্যক্তি ‘ছ’ কে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পিত দিন, তারিখ ও সময়ে তারা সকলে মিলে ‘ছ’ কে হত্যা করে। ‘চ’ সহ উক্ত পাঁচ ব্যক্তির পেনাল কোডের ৩০২ ধারার সাথে নিম্নের কোন ধারাটি প্রাসঙ্গিক? [জুডি. : ২০১৩]

7 / 15

7. দণ্ডবিধির ৩৪ ধারার বিষয়বস্তু কি?

8 / 15

8. পেনাল কোডের ৩৪ ধারার অধীন সাধারণ অভিপ্রায়ে অপরাধ সংঘটনের জন্য ন্যূনতম আসামি হতে হবেÑ [বার : ২০১৩]

9 / 15

9. দণ্ডবিধির ৩৫ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সর্বাধিক সঠিক?

10 / 15

10. দণ্ডবিধির কোন ধারায় অপরাধমূলক জ্ঞান [criminal knowledge] সম্পর্কে বিধান আছে?

11 / 15

11. দণ্ডবিধির ৩৬ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

12 / 15

12. Co-operation by doing one of several Acts constituting an offence- এটি দণ্ডবিধির কত ধারার শিরোনাম?

13 / 15

13. দণ্ডবিধির কোন ধারায় অভিন্ন ইচ্ছা [Common intention] জনিত দায় সম্পর্কে বিধান আছে? [বার : ২০১২]

14 / 15

14. রফিক করিমকে বলে যে, সে সুমনকে আঘাত করতে চায় এবং তাকে সঙ্গী হিসেবে চায়। করিম রাজি হয়ে আঘাতের উদ্দেশ্যে সুমনের দিকে এগিয়ে যায় এবং সুমনকে আঘাত করলে সুমন মাটিতে পড়ে যায়। রফিক হঠাৎ একটি ছুরি বের করে সুমনকে হত্যা করে। এখানে করিম কোন বিষয়টি প্রমাণ করতে পারলে খুনের দায়ে দোষী হবে না?

15 / 15

15. ‘ক’ অংশত অবৈধভাবে ‘খ’ কে খাদ্য দান হতে বিরত থেকে এবং অংশত ‘খ’ কে মারধর করে ইচ্ছাপূর্বক ‘খ’ এর মৃত্যু ঘটায়। ‘ক’ খুনের অপরাধে দায়ী হবে। কেন?

Your score is

0%