আইনকানুন একাডেমি

/25
7

SR Act [42-44] - Advanced Exam

এখানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২-৪৪ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 25

1. একটি ঘোষণামূলক মোকদ্দমা করার কারণ উদ্ভব হতে পারে নিচের কোন ক্ষেত্রে?

2 / 25

2. কোন ধরনের সম্পত্তির ক্ষেত্রে ঘোষণামূলক ডিক্রির মোকদ্দমা দায়ের করা যায়?

3 / 25

3. কোনো ব্যক্তি কারো কোনো আইনগত পরিচয় অস্বীকার করলে তার করণীয় নিচের কোনটি হতে পারে?

4 / 25

4. ঘোষণার ফলাফল সম্পর্কে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আলোচনা করা আছে-

5 / 25

5. ‘ক’ নির্দিষ্ট সম্পত্তির দখলে আছে যেটির মালিক তিনি নিজেই। খ নামীয় একজন ব্যক্তি উক্ত সম্পত্তিকে নিজের বলে মৌখিকভাবে দাবি করলে ক সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারামতে মোকদ্দমাটি করলে যথার্থ হবে?

6 / 25

6. ঘোষণামূলক ডিক্রি প্রদান আদালতের কি ধরনের ক্ষমতা-

7 / 25

7. রিসিভারের অধিকার, ক্ষমতা, কর্তব্য এবং দায় দায়িত্ব কোন আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে?

8 / 25

8. `Discretion of court as to declaration of status or right’- এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার শিরোনাম?

9 / 25

9. ঘোষণামূলক মামলায় কত টাকা কোর্ট ফি দিতে হয়? [জুডি. : ২০১১]

10 / 25

10. Appointment of receivers discretionary - এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার বিধান?

11 / 25

11. A declaration made under this Chapter is binding only on the parties to the suit, persons claiming through them respectively, and, where any of the parties are trustees, on the persons for whom, if in existence at the date of the declaration, such parties would be trustees.- এই বিধানটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় বলা আছে?

12 / 25

12. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪৩ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

13 / 25

13. রিসিভার নিয়োগের ক্ষমতা আদালতের কি ধরনের ক্ষমতা-

14 / 25

14. A একটি জমির বৈধ দখলে আছে। প্রতিবেশি গ্রামবাসী উক্ত সম্পত্তির ওপর দিয়ে চলাচলের অধিকার দাবি করে। A মামলা করতে পারে — [বার : ২০১৩]

15 / 25

15. আবশ্যকীয় সম্পূরক প্রতিকার (Further Relief) না চাইলে The Specific Relief Act, 1877 এর কোন ধারার মামলা ব্যর্থ হয়? [বার : ২০২২]

16 / 25

16. ‘ক’ বৈধভাবে একটি সম্পত্তিতে দখল থাকা অবস্থায় পার্শ¦বর্তী গ্রামের মানুষেরা তার সেই সম্পত্তির মাঝখান দিয়ে যাতায়াত এর অধিকার দাবি করল। এক্ষেত্রে ক নিচের কোনটি করতে পারে?

17 / 25

17. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সর্বাধিক সঠিক?

18 / 25

18. ‘‘Any Person entitled to any legal character or to any right as to any property, may institute a suit....’’ বিধানটি The Specific Relief Act, 1877 এর কোন ধারায় বর্ণিত হয়েছে? [জুডি. : ২০১৮]

19 / 25

19. ঘোষণামূলক ডিক্রির মোকদ্দমায় কোন ধরনের কোর্ট ফি প্রদান করতে হয়?

20 / 25

20. The mode and effect of his appointment, and his rights, powers, duties and liabilities, are regulated by the .... ... - সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে শুণ্যস্থানে কী বসবে?

21 / 25

21. কোনো ব্যক্তি স্থাবর সম্পত্তি সংক্রান্ত একটি ঘোষণামূলক মোকদ্দমা করতে পারে যদি সম্পত্তিতে তার- [বার : ২০১৩]

22 / 25

22. ‘ক’ নির্দিষ্ট সম্পত্তির দখলে আছে। ‘খ’ ঐ সম্পত্তির প্রকৃত মালিক এবং ‘ক’ কর্তৃক উক্ত সম্পত্তিটি তার কাছে অর্পণ করা আবশ্যক মর্মে দাবী করেন। এক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারামতে মোকদ্দমাটি করতে হবে -

23 / 25

23. কলেজের অধ্যক্ষ হিসেবে কোনো ব্যক্তির অবস্থান অস্বীকৃত হলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় প্রতিকার পাওয়া সম্ভব? [বার : ২০১২]

24 / 25

24. ঘোষণামূলক মামলা কে দায়ের করতে পারে? [বার : ২০১৩]

25 / 25

25. দেওয়ানি মামলায় কোনটি রক্ষণীয়? [বার : ২০১৫]

Your score is

0%