আইনকানুন একাডেমি

/73
36

SR Act [31-41] - Advanced Exam

এখানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩১-৪১ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 73

1. আদালত সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৯ ধারার অধীনে কোনো দলিল বাতিলের আদেশ দিলে উক্ত আদেশ প্রেরণ করবে-

2 / 73

2. সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে কোন ক্ষেত্রে আদালত চুক্তি রদের আদেশ দিতে পারেন-

3 / 73

3. দলিল সংশোধনের ক্ষমতা আদালতের -

4 / 73

4. Of the rectification of instruments সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন অধ্যায়ের বিষয়বস্তু?

5 / 73

5. সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে কোন ক্ষেত্রে আদালত চুক্তি রদের আদেশ দিতে পারেন না?

6 / 73

6. আদালত কোনো চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করতে অস্বীকার করলে তার বিকল্প হিসেবে কী সিদ্ধান্ত দিতে পারে?

7 / 73

7. দলিল বাতিল করার প্রতিকার পাবার জন্য নিচের কোন শর্তটি সবার্ধিক যথার্থ?

8 / 73

8. দলিল বাতিলের মামলায় বাদীকে উক্ত দলিলের— [বার: ২০১৩]

9 / 73

9. `When instrument may be rectified’ - এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার শিরোনাম?

10 / 73

10. ক, খ—কে একটি জমি প্রদান করে। খ সেটি গ এর নামে উইল করে মারা যায়। এরপর ক সেই জমির দখল গ্রহণ করে এবং একটি জাল দলিল পেশ করে বলে যে, ক এর পক্ষে জিম্মাদার হিসেবে খ— কে সেই জমি প্রদান করা হয়েছিল। এ ক্ষেত্রে গ—এর প্রতিকার কী?

11 / 73

11. একজন অ্যাডভোকেট ‘ক’, তার মক্কেল একজন হিন্দু বিধবা ‘খ’ কে, ‘খ’-এর পাওনাদারগণকে প্রতারণা করার উদ্দেশ্যে সম্পত্তি তার নামে হস্তান্তর করতে প্ররোচনা করেন। এই চুক্তির ফলাফল কি হবে?

12 / 73

12. `Rescission for mistake’ - এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার শিরোনাম?

13 / 73

13. দলিল বাতিলের রায় প্রদানের সময় আদালত যে পক্ষকে এইরূপ প্রতিকার মঞ্জুর করেছেন, সেই পক্ষের তরফ হতে অপর পক্ষকে ন্যায়বিচারের প্রয়োজনে .............. নির্দেশ দিতে পারেন।

14 / 73

14. কখন আদালত একটি দলিল আংশিক বাতিলের আদেশ দিতে পারেন?

15 / 73

15. লিখিত চুক্তি সংশোধন করার উদ্দেশ্যে আদালত অবশ্যই সন্তুষ্ট হবেন যে-

16 / 73

16. দলিল সংশোধনের ক্ষেত্রে আদালতের অনুসন্ধানের ক্ষেত্র অসীম করা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারামতে?

17 / 73

17. সুনির্দিষ্ট কার্যসম্পাদনের মোকদ্দমায় বিকল্প হিসেবে রদ প্রার্থনার বিষয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় বিধান রয়েছে?

18 / 73

18. ক, খ— এর নিকট একটি মাঠ বিক্রয় করল। মাঠের ওপর দিয়ে জনসাধারণের যাতায়াত করার প্রতিষ্ঠিত অধিকার সম্পর্কে ক—এর সরাসরি ব্যাক্তিগত জ্ঞান ছিলো, কিন্তু তা সে খ—এর নিকট গোপণ রেখেছে। এক্ষেত্রে খ এর প্রতিকার-

19 / 73

19. দলিল বাতিল করার ক্ষেত্রে আদালতের ক্ষতিপূরণের আদেশ দেবার বিধান সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় বর্ণিত আছে?

20 / 73

20. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৪ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সর্বাধিক সঠিক?

21 / 73

21. Specific enforcement of rectified contract — এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার বিষয়বস্তু?

22 / 73

22. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৪ ধারা মোতাবেক লিখিত চুক্তি সংশোধনের পাশাপাশি বাদীর আরজিতে প্রার্থনা সাপেক্ষে আদালত আরো কী আদেশ দিতে পারে?

23 / 73

23. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩১ ধারামতে দলিল সংশোধনের কারণ হিসেবে নিচের কোনটি যথার্থ নয়?

24 / 73

24. একটি জাহাজের মালিক ‘ক’, প্রতারণামূলকভাবে তা সমুদ্রে যাত্রার উপযুক্ত বলে বর্ণনা প্রদান করে এবং তা একজন দায়গ্রাহক ‘খ’-কে ঐ জাহাজের বীমা করতে প্রবৃত্ত করে। ‘খ’-এর প্রতিকার কি?

25 / 73

25. X, Y এর নিকট একটি জমি বিক্রয় করলো। উক্ত জমির উপর দিয়ে অন্যের চলাচলের অধিকার আছে জানা সত্ত্বেও X, তা গোপণ করে। Y চুক্তিটি কি করতে পারে? [বার : ২০২৩]

26 / 73

26. দলিল বাতিলের মোকদ্দমায় নিচে বর্ণিত কোনটি বাদীকে প্রমাণ করতে হবে?

27 / 73

27. দলিল রদের মোকদ্দমায় কোর্ট ফি কত? [জুডি. : ২০১৫]

28 / 73

28. যখন কোনো দলিলে পক্ষসমূহের অনিচ্ছাকৃত কোনো ভুল থেকে যায়, যা কিনা দলিলের সঠিক উদ্দেশ্য ব্যক্ত করতে সক্ষম নয় - এরূপ ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে নিচের কোনটি করা যেতে পারে?

29 / 73

29. কখন চুক্তি রদ করা যায় না?

30 / 73

30. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩১ ধারার বিষয়বস্তু কি?

31 / 73

31. দলিলে প্রতারণার মাধ্যমে অর্জিত দুইটি বাড়ি ভাড়া হিসেবে প্রদান করা হয়েছে। এরূপ ক্ষেত্রে দলিল সংশোধনের মাধ্যমে উক্ত প্রতারণার বিষয়টি সংশোধিত হলে উক্ত বাড়ি দুইটির ভাড়াটিয়াদের পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক?

32 / 73

32. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৯ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

33 / 73

33. একটি দলিল সংশোধিত হতে পারে শুধু— [বার : ২০১৫]

34 / 73

34. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৮ ধারানুসারে চুক্তি রদের ক্ষেত্রে আদালত ক্ষতিপূরণ দেবার নির্দেশ দিলে ক্ষতিপূরণটি কে দেবেন?

35 / 73

35. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪১ ধারার বিধান হিসেবে নিচের কোনটি সঠিক?

36 / 73

36. Power to require party for whom instrument is cancelled to make compensation - এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার শিরোনাম?

37 / 73

37. ‘ক’ ‘খ’ এর নিকট তার একটি বাড়ি এবং বাড়ি সংলগ্ন তিনটি গুদামের একটি বিক্রয় করতে ইচ্ছুক হয়ে ‘খ’ কতৃর্ক তৈরি কবলা সম্পাদন করেন, যাতে ‘খ’ এর প্রতারণার ফলে তিনটি গুদামই অন্তভুর্ক্ত হয়। প্রতারণামূলকভাবে অন্তভুর্ক্ত অপর দুইটি গুদামের একটি ‘খ’ ‘গ’ কে প্রদান করে এবং অন্যটি ‘ঘ’ কে ভাড়া দেয়। ‘গ’ অথবা ‘ঘ’ কেহই এই প্রতারণা সম্পর্কে অবহিত ছিলো না। এক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়?

38 / 73

38. সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় দলিল বাতিলের বিধান উল্লেখ আছে— [জুডি. : ২০১১]

39 / 73

39. Court may require party rescinding to do equity- এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার শিরোনাম?

40 / 73

40. ভুলের জন্য চুক্তি রদ নিচের কোন শর্তের ওপর নির্ভরশীল?

41 / 73

41. দলিল সংশোধনের মূল উদ্দেশ্য হিসেবে নিচের কোনটি সর্বাধিক সঠিক?

42 / 73

42. দলিল সংশোধন [Rectification] বিষয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় উল্লেখ আছে— [জুডি. : ২০১১]

43 / 73

43. আংশিক দলিল বাতিলের ব্যাপারে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আলোচনা আছে?

44 / 73

44. যেখানে একটি দলিল ভিন্ন ভিন্ন অধিকার এবং ভিন্ন ভিন্ন বাধ্যবাধকতার সাক্ষ্য হয়, সেক্ষেত্রে আদালত নিচের কোনটি করতে পারে?

45 / 73

45. সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে - On adjudging the cancellation of an instrument, the Court may require the party to ..... ..... to make any compensation to the other which justice may require.- শুণ্যস্থানে কী বসবে?

46 / 73

46. Of The Cancellation Of Instruments সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন অধ্যায়ের বিষয়বস্তু?

47 / 73

47. কোন ক্ষেত্রে আদালত চুক্তি রদের আদেশ দিতে পারেন? [বার : ২০২০]

48 / 73

48. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩২ ধারায় কী বিষয়ে বিধান বর্ণিত আছে?

49 / 73

49. What instruments may be partially cancelled - এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার শিরোনাম?

50 / 73

50. Alternative prayer for rescission in suit for specific performance - এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার বিধান?

51 / 73

51. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩১ ধারামতে দলিল সংশোধনের কারণ হিসেবে নিচের কোনটি যথার্থ?

52 / 73

52. সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারার বিধানমতে দলিল সংশোধন করা যায়? [বার : ২০১৭]

53 / 73

53. In rectifying a written instrument, the Court may inquire what the instrument was intended to mean, and what were intended to be its legal consequences, and is not confined to the inquiry what the language of the instrument was intended to be.- এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার বিধান?

54 / 73

54. সুনির্দিষ্ট কার্য সম্পাদনযোগ্য কোনো চুক্তি যদি আদালত সুনির্দিষ্টভাবে কার্যকর করতে অস্বীকার করে, তখন বাদী আর অন্য কোন ধরনের প্রতিকারের দাবি করতে পারে?

55 / 73

55. আদালতের ডিক্রির কপি সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তার কাছে প্রেরণ করতে হয় একটি— [বার : ২০১৫]

56 / 73

56. `Presumption as to intent of parties’- এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার শিরোনাম?

57 / 73

57. সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে আদালত তার ইচ্ছাধীন ক্ষমতাবলে একটি দলিল ততদূর সংশোধন করবে যতদূর-

58 / 73

58. The Specific Relief Act, 1877 অনুযায়ী একই দলিল দ্বারা বিভিন্ন অধিকার সৃষ্টি হলে দলিলের একটি অংশ বাতিলযোগ্য হলে- [জুডি. : ২০২১]

59 / 73

59. চুক্তি রদ এর পাশাপাশি ন্যায়বিচারের প্রয়োজনে আদালত ক্ষতিপূরণ মঞ্জুর এর ব্যাপারে নির্দেশ দিতে পারে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা অনুসারে-

60 / 73

60. সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে - On adjudging the rescission of a contract, the Court may require the party to .... .... to make any compensation to the other which justice may require - শুণ্যস্থানে কী বসবে?

61 / 73

61. সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে - For the purpose of rectifying a contract in writing, the Court must be satisfied that all the parties thereto intended to make an equitable and conscientious agreement - শুণ্যস্থানে কী বসবে?

62 / 73

62. সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে চুক্তি রদ কতটি ক্ষেত্রে করা যায়?

63 / 73

63. Principles of rectification সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার বিষয়বস্তু?

64 / 73

64. Of The Rescission Of Contracts সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন অধ্যায়ের বিষয়বস্তু?

65 / 73

65. দলিল সংশোধনের সময় আদালত অনুসন্ধান করতে পারেন-

66 / 73

66. When cancellation may be ordered’- এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার শিরোনাম?

67 / 73

67. দলিল বাতিলের ক্ষেত্রে আদালত ক্ষতিপূরণ দেবার নির্দেশ দিলে ক্ষতিপূরণটি কে দেবেন?

68 / 73

68. বাতিলযোগ্য দলিল বাতিলের ডিক্রি প্রদানের ক্ষেত্রে দেওয়ানি আদালতের ক্ষমতা— [বার : ২০১৫]

69 / 73

69. কোন মামলায় আদালত ডিক্রির কপি রেজিস্ট্রি অফিসে প্রেরণ করতে আইনগত বাধ্য? [জুডি. : ২০১৩]

70 / 73

70. কে লিখিত চুক্তি রদের মোকদ্দমা করতে পারে?

71 / 73

71. দলিল বাতিলের ঘোষণা প্রদান আদালতের কোন ধরনের ক্ষমতা?

72 / 73

72. ‘ক’ ‘খ’ এর নিকট তার একটি বাড়ি এবং বাড়ি সংলগ্ন তিনটি গুদামের একটি বিক্রয় করতে ইচ্ছুক হয়ে ‘খ’ কতৃর্ক তৈরি কবলা সম্পাদন করেন, যাতে ‘খ’ এর প্রতারণার ফলে তিনটি গুদামই অন্তভুর্ক্ত হয়। প্রতারণামূলকভাবে অন্তভুর্ক্ত অপর দুইটি গুদামের একটি ‘খ’ ‘গ’ কে প্রদান করে এবং অন্যটি ‘ঘ’ কে ভাড়া দেয়। ‘গ’ অথবা ‘ঘ’ কেউই এই প্রতারণা সম্পর্কে অবহিত ছিলো না। এক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক?

73 / 73

73. When rescission may be adjudged- এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারার বিষয়বস্তু?

Your score is

0%