আইনকানুন একাডেমি

আইনকানুন প্রকাশনীর প্রকাশিত বইসমূহ

আইনকানুন প্রকাশনী আইনজগতে নতুন; কিন্তু অঙ্গীকারাবদ্ধ একটি প্রকাশনী প্রতিষ্ঠান। এর অঙ্গীকার এটাই যে, আইনের নানারকম সাহিত্যসম্ভার, যেমন, আইনের পাঠ্য বই, আইন অনুবাদ, আইন সম্পর্কিত সাহিত্য, আইনাঙ্গণে জড়িত ব্যক্তিদের জীবনী গ্রন্থমালা ইত্যাদি নিয়মিতভাবে প্রকাশ করে যাবে।

অতি সদ্য প্রকাশিত হলো বহুল জনপ্রিয় এবং বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা প্রস্তুতির সবচাইতে কার্যকরী বই – আইনের ধারাপাত প্রশ্নব্যাংক বই!

এছাড়া ‘লিগ্যাল এক্সিলেন্স’ নামে [বইটি প্রকৃতপক্ষে পুরোনো জনপ্রিয় বই ‘চিরুনি অভিযান’ বইটির নতুন সংস্করণ] এমসিকিউ পরীক্ষার ফাউন্ডেশন বুক প্রকাশিত হয়েছে, যার ভেতরে সিলেবাসে থাকা ৭টি আইনের সব মূল আইন তুলে দিয়ে অধ্যায়ভিত্তিতে সবচাইতে সহবোধ্য আলোচনা রয়েছে! একদম শুণ্য থেকে আইন বোঝাপড়া করতে চাইলে এই বইয়ের বিকল্প নেই! সাথে সহায়ক বই হিসেবে আলাদা মলাটে রয়েছে ‘রিভিশন বুক’

মুরাদ স্যারের লেখা ৩টি প্রস্তুতিমূলক বই এখন পাওয়া যাচ্ছে!

বিস্তারিত জানতে নিচের ছবিগুলোতে ক্লিস করুন। বইগুলো অর্ডার করতে হোয়াটসাঅ্যাপ করুন / কল করুন : 01755-366797 অথবা 01712-908561 নাম্বারে!